মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুকে মৌলভীবাজার বিজ্ঞ আদালত জামিনে মুক্তি দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) মৌলভীবাজার আদালত থেকে জামিন পেয়ে জেলা কারাগার থেকে তিনি শ্রীমঙ্গলস্থ নিজ বাড়িতে ফিরেন।
এর আগে মেয়রের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাকে মুক্তির দাবি জানিয়েছেন মৌলভীবাজার জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা তার সামাজিক যোগাযোগ মাধ্য ফেইসবুকে সাবেক মেয়র মহসিন মিয়ার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানান।
সাবেক মেয়রের মুক্তির দাবি জানান, শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফ উদ্দীন জাহাঙ্গীর ও যুগ্ম আহ্বায়ক সাব্বির তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল মঈন গোফরান তারেক।
বিএনপি নেতা মহসিন মিয়া মধু আটকের নিন্দা ও তার মুক্তির দাবি জানিয়েছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত ৩০ মার্চ রাতে শ্রীমঙ্গল শহরের গদারবাজারস্থ মেয়রের বিনালাভের বাজার নামক দোকানের সামনে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষের ঘটনায় সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪জনকে আটক করে সেনাবাহিনী। পরে আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.