• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

admin
প্রকাশিত ০৬ এপ্রিল, রবিবার, ২০২৫ ২০:২৩:৩৮
জৈন্তাপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":2,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে থেকে দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

পরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, সহকারী প্রোগরামার আবদুল্লাহ আল মামুন,উপজেলা আনসার ও ভিডিপি ( টি আই) হ্যাপি রানী সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত যুব ও ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনা সভায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২৫ উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনে সদস্যবৃন্দ তাদের ক্রীড়া বিষয়ক বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জর্জ মিত্র চাকমা বলেন, ক্রীড়া হচ্ছে যুব সমাজকে সুদৃঢ় ও সুসংগঠিত করার অন্যতম একটা মাধ্যম। তিনি বলেন, সরকার কর্তৃক গৃহীত ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে সকল প্রকার উন্নয়নমুলক কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় ক্রীড়া সংগঠন গুলোর সার্বিক উন্নয়নের সব ধরণের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

মতামত ব্যক্ত করুন।