
প্রতিবেদক, সিলেট //
মোবাইল ফোন চালাতে বাধা দেওয়ায় সিলেটে মায়ের উপর রাগ করে কিশোরী আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) ভোরে সিলেট মহানগরীর শেখঘাট এলাকায়।
নিহত কিশোরী হলেন- এসএমপি কোতোয়ালি থানার শেখঘাট এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে লাবিবা তানহা (১৩)। সে ওই এলাকার সরকারি কলোনির বিপরীতে থাকা একটি বাসার গলিতে টেলিফোনের তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা গেছে, শনিবার রাতে লাবিবার মা তাকে মোবাইল ফোন ব্যবহার করতে বাধা দেন। পরে সে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। একপর্যায় সে বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর ভোরে সরকারি কলোনির বিপরীতে থাকা একটি বাসার গলিতে টেলিফোনের তার গলায় ফাঁস দেয়া ঝুলানো অবস্থায় তাকে দেখতে পান। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সরেজমিন পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরী আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রির্পোট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।
মতামত ব্যক্ত করুন।