বিনোদন ডেস্ক //
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফারনান্দেজের মা কিম ফারনান্দেজ মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অনুসারে, ৬ এপ্রিল সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কিম ফারনান্দেজ স্ট্রোকের পর আইসিইউতে ভর্তি ছিলেন। অভিনেত্রী জ্যাকলিন তার মায়ের পাশে থাকার জন্য কাজকর্ম থেকে বিরতি নেন।
জানা গেছে, জ্যাকলিন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও, মায়ের চিকিৎসার জন্য তিনি ওই অনুষ্ঠানে অংশ নেননি।
আগে জানানো হয়েছিল, ২৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিম ফারনান্দেজ এবং তাকে লীলাবতী হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। জ্যাকলিন, তার বাবা এলরয় ফারনান্দেজ ও অন্যান্য পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
কিছুদিন আগে কিম ফারনান্দেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে, জ্যাকলিন ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে, এখনও তার মা মৃত্যুর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।
বলিউডের বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন। শোকস্তব্ধ এই সময়ে পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.