ক্রীড়া প্রতিবেদক //
আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের মূল পর্বের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। ওই ম্যাচে ১৬৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দল শুরুতে ব্যাট করে ২ বল থাকতে ২৭৬ রান তোলে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফারজানা হক ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। জান্নাতুল ফেরদৌস ৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। দলটির হয়ে দুয়া মাজিদ ৩২, উম্মে হানি ২৬ রান করেন। বাংলাদেশ নারী দলের রাবেয়া ৭ রানে ২টি ও মারুফা ৮ রানে ২ উইকেট নেন।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.