ঢাকা //
মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
পিটার ডি হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালেই এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এই পেশাদার কূটনীতিক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন।
এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.