বিশেষ প্রতিবেদক //
ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে— ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে যে কনসার্ট এক দিন পিছিয়ে ১২ এপ্রিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ছাড়াও একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশ’ এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল রাতে এক বিবৃতিতে গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।
তারা বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইসরাইলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.