ক্রীড়া ডেস্ক //
শেষ পর্যন্ত নিজের দেওয়া কথা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সংকেত দিয়েছেন তিনি। নিজের শেকড়ের টানে এবং দেশের হয়ে খেলতে এই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রতিভাবান ফুটবলার।
বর্তমানে কানাডিয়ান টপ লিগে ব্যস্ত সময় পার করছেন সামিত। প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসি-র হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছেন এই মিডফিল্ডার। আগামী সপ্তাহে সামিতের জন্মসনদ পাওয়ার পরই শুরু হবে তার পাসপোর্ট তৈরির কাজ।
যেহেতু তিনি দুটি প্রীতি ম্যাচ খেলেছেন কানাডা জাতীয় দলের হয়ে, তাই কানাডা ফুটবল অ্যাসোসিয়েশন-এর পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলতে হলে দরকার হবে ফিফা প্লেয়ার্স কমিটির ছাড়পত্র।
যেহেতু পাসপোর্ট ও ছাড়পত্র পাওয়ার কাজটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া, তাই জুন উইন্ডোতে সামিতের খেলা নিয়ে রয়েছে সংশয়। তবে প্রক্রিয়াটি অনেক লম্বা হলেও, যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে বাফুফে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.