সিলেট প্রতিনিধি //
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালীর অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল) বেলা দুইটায় সিলেটের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এসব বলেন তিনি।
দুষ্কৃতকারীদের সতর্ক করে এ উপদেষ্টা বলেন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে, জানালেন অপরাধীদের দ্রুত সময়ের মধ্যই গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।
গতকালের ঘটনার প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধু মাত্র বৈশাখকে কেন্দ্র করে যা দেশকে নতুন ভাবে চিনবে মানুষ।
চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখে আয়োজনে সর্বস্তরের মানুষের স্বকস্ফুর্ত অংশগ্রহনের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোন শংকা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃংখলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.