ক্রীড়া ডেস্ক //
সেই ২০১৪ সালে বাংলাদেশ সবশেষ কোনো বিশ্বকাপ আয়োজন করেছিল। এরপর গেল বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে তা সরে যায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে।
তবে সে আক্ষেপটা শিগগিরই ঘুচে যাচ্ছে বিসিবির। অ-১৯ নারী বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ।
২০২৭ সালে হবে এই বিশ্বকাপের লড়াই। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের তৃতীয় আসর। প্রথমটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। দ্বিতীয় আসর হয়েছে মালয়েশিয়ায়। দুটো আসরেই জিতেছে ভারত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও তা শুধু দলকে নিয়েই। প্রথম বিভাগের ক্লাব ও বয়সভিত্তিক পর্যায়ের কোচদের সমন্বয়ে প্রতিভা খুঁজে বের করা আর তাদের পরিচর্যার দিকে নজর দিয়েছে বিসিবি।
সারা দেশেই এই প্রক্রিয়া শুরু করছে বিসিবি। ক্লাব ও কোচেরা মিলে খেলোয়াড়দের নিয়ে আসবে পাইপলাইনে, যা ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে সাহায্য করবে বাংলাদেশকে, আশা বিসিবির। বোর্ডের বিশ্বাস, নারী ক্রিকেটের এ বৈশ্বিক আসর বাংলাদেশে হলে তা শুধু নারী ক্রিকেটকেই নয়, একটা নতুন প্রজন্মকেও ক্রিকেটে আসার জন্য অনুপ্রাণিত করবে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.