মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে বাংলা নববর্ষের ‘আনন্দ শুভাযাত্রা বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ‘আনন্দ শুভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, মৌসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে।
পৃথক ভাবে বাংলা নববর্ষ ১৪৩২ মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃতে বর্ণাঢ্য ‘আনন্দ শুভাযাত্রা’ বের হয়। র্যালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মৌলভীবাজার পৌরসভা পৃথক ভাবে মেয়র চত্তরে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.