• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে পল্লিবিদ্যুৎ কর্মচারীকে মারধর, আটক ১

admin
প্রকাশিত ১৫ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২৩:৫৮:১৪
শ্রীমঙ্গলে পল্লিবিদ্যুৎ কর্মচারীকে মারধর, আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজার পল্লিবিদ্যুত সমিতি (মৌপবিস) শ্রীমঙ্গল সিন্দুরখান সাব জোনাল অফিসে কর্মরত লাইনম্যান গ্রেড-১, মো. সোহেল (৩০)’কে মারধরের ঘটনায় আমিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) (মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) অলক বিহারী গুণ অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে আমিনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আমিন সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। এসময় পুলিশ গ্রেপ্তারকৃত আলামিনের হেফাজত থেকে একটি চোরাই মোবাই ফোন উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সিন্দুরখাঁন সাব জোনাল আফিসের লাইনম্যান শাহীন গ্রহকের অভিযোগ নিরসনের অফিস থেকে সাইটে যাবার সময় আমিন তার মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা করে তাকে আহত করে। এসময় সোহেল এর কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পল্লীবিদ্যুতের এজিএম (প্রশাসন) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি আমিনকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ((ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মতামত ব্যক্ত করুন।