তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি //
সুনামগঞ্জের তাহিরপুরে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে মিজান (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত মিজান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মিজান মাহারাম নদীর উপর নির্মাণকৃত সেতুর সিমেন্ট বহন করে আনার জন্য ট্রাক্টর নিয়ে যাদুকাটা নদীর পড়ে যান। নদী পাড়ের নৌকা থেকে অতিরিক্ত সিমেন্ট বোঝাই করে ফেরার পথে ইসকন মন্দিরের সামনে নীচ থেকে উপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে নীচে পড়ে ঘটনাস্হলেই মিজানের মৃত্যু হয়।
সূত্র জানায়, মাহারাম নদীর উপর সেতু নির্মাণ কাজ করছে হামিম ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে চুক্তিভিক্তিক চালক হিসেবে কাজ করতেন মিজান।
এ ব্যাপারে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক পঙ্কজ দাস বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের উপর নির্ভর করছে এখন নিহতের ময়নাতদন্ত করা হবে কি না।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.