স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেটে ৬ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা আড়াইটায় পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ৫শ' শিক্ষার্থী অংশ নেন।
এর আগে বেলা ২টার দিকে মাথায় সাদা কাফনের কাপড় বেধে মিছিল সহকারে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় নানা স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। পরে সেখান থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর খোজারখলা, কাজীরবাজার ব্রীজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে কিছু সময় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নগরীর বন্দরবাজার, লামাবাজার সড়কে যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সরকার ও মন্ত্রণালয় পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি মানা নিয়ে গড়িমসি করছে। গতকাল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের কথা বলে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই বৈঠকটিও হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাফনের সাদা কাপড় মাথায় বেধে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.