আন্তর্জাতিক ডেস্ক //
দক্ষিণ পাকিস্তানের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি দ্রুতগতির ট্রাক খাদে পড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
সোমবার রাতে বাসটি খাদে পড়ে যায় বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে। বাসটিতে শ্রমিক, নারী ও শিশু ছিল বলে জানিয়েছে পুলিশ।
জামশোরোর ডেপুটি কমিশনার গজনফর কাদরি জানিয়েছেন, রাতারাতি এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশের জামশোরো জেলার থানাবুলা খান এলাকার টাউংয়ে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে যখন কয়েক ডজন শ্রমিক বেলুচিস্তান প্রদেশে গম কাটার কাজ শেষে সিন্ধের বাদিন জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। তাদের বেশিরভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য।
ডেপুটি কমিশনার আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের মধ্যে কয়েকজনকে কাছের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। কারণ দেশের মহাসড়ক ও অন্যান্য রাস্তা নাজুক অবস্থায় থাকে। এছাড়া সেখানকার ট্রাফিক আইন ব্যাপকভাবে উপেক্ষিত হয়।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.