• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকা শ্রমিক নিহত

admin
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২০:১৩:৪৭
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকা শ্রমিক নিহত

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি //


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজার সংলগ্ন এলাকার কুশিয়ারা নদীতে এক নৌকা শ্রমিক বজ্রপাতে মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে জিলান মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান। তিনি জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ।

মতামত ব্যক্ত করুন।