• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

admin
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৯:০৪:০১
শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ীর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এছাড়াও স্কুলে নিয়মিত উপস্থিতি এবং সদাচরণের জন্য ৩ শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং বই উপহার দেওয়া হয়।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মো, আবু তাহের শাহেদ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক এটিএম আনোয়ার গাজী।
স্কুলের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো, আশরাফুল ইসলাম কামরুল, জাতীয়তাবাদী সংগ্রামী দল মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি হামিদুর রহমান আব্দুল হামিদ, সংগঠনের সহকারী পরিচালক ও শাহ মোস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস আক্তার ও দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গলের প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

মতামত ব্যক্ত করুন।