ঢাকা //
বাংলাদেশ পুলিশের নতুন মনোগ্রাম বা লোগো এবং ইউনিফর্মের বিষয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন লোগোতে রয়েছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, দুই পাশে ধান ও গমের শীষের ছবি। উপরের অংশে তিনটি পাটপাতা যুক্ত, নিচে লেখা ‘পুলিশ’।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন পুলিশের পোশাক, যানবাহন, সাইনবোর্ড, স্থাপনা ও নথিপত্রসহ সব কিছুতেই এই লোগো ব্যবহার করতে হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়ে এর আগেই পুলিশের সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জেলা বা ইউনিটের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে পরিবর্তিত লোগো ব্যবহারের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, পুলিশের নতুন লোগোতে বাদ দেওয়া হয়েছে পাল তোলা নৌকা। লোগোর পাশাপাশি নতুন পোশাকের বিশদ বর্ণনাও রয়েছে প্রজ্ঞাপনে।
ক্ষমতার পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। পরদিন পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.