দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিচ্ছেন বিশ্ব নেতারাও। এতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পোপ ফ্রান্সিস গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্ব নেতারা। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের স্কোয়ারে বিশাল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া উপস্থিত থাকবেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘আমরা সেখানে উপস্থিত থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!’
প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট শেষকৃত্যে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপস্থিত হবেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লেইন এবং আন্তোনিও কস্তা এতে উপস্থিত হবেন।
এছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইউক্রেন, বেলজিয়াম, পোল্যান্ড, হাঙ্গেরিসহ বহু দেশের রাষ্ট্রপ্রধানরা পোপের শেষকৃত্যে উপস্থিত হবেন।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.