মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজারের শেরপুরে একটি মাদ্রাসা কমিটির লোকজনের সাথে বিরোধের জের ধরে মাদ্রাসায় হামলা এবং কমিটির লোকজন উপর আক্রমণের ঘটনায় স্থানীয় সন্ত্রাসী চাঁন মিয়াকে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকায় চাঁন মিয়ার বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। এসময় চাঁন মিয়া (৫০) কে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জামেয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মো. চাঁন মিয়া গংদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে মাদ্রাসায় হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মো. চাঁন মিয়াকে আটক করে। আটকের পর চাঁন মিয়ার বাড়িতে তল্লাশী চালিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.