এম.মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে মৌসুমের শেষ চা নিলাম অনুষ্টিত হয়েছে। নিলামে মোট আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। এ নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে লাক্কাতোরা চা বাগানের ইয়ং হাইসং টি। যার প্রতি কেজি বিক্রি হয় ১৮৫০টাকা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের খান টাওয়ারে তৃতীয় তলায় ২০২৪/২৫ অনুষ্টিত নিলামে ৩টি বোকার্সের মাধ্যমে মোট ১লক্ষ ২২ হাজার ১৩৭ কেজি চা তোলা হয়।
নিলামে রেহেনা, এনটিসি ও হামিদিয়া চা বাগানসহ পঞ্চগড়ের কয়েকটি চা বাগানের চা তোলা হয়।
নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ মূল্য ছিল লাক্কাতোরা চা বাগানের ইয়ং হাইসং টি বিক্রি হয়েছে ১৮৫০টাকা কেজি। নিলামে উঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য আড়াই কোটি টাকা।
টি ব্রোকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান জানান, ২০৪/২৫ এর শেষ নিলামে প্রায় ২৫টি নিলাম সম্পন্ন হয়েছে। এখন ২০২৫/২৬ এর নিলাম শুরু হবে। প্রতি মাসের বুধবার দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে অনুষ্টিত হবে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.