• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অপরাধে দেড় লক্ষ টাকা অর্থদন্ড

admin
প্রকাশিত ২৪ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ ০৩:৪৬:২৭
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অপরাধে দেড় লক্ষ টাকা অর্থদন্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ২ বালু ব্যবসায়ীকে এক লক্ষ ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৩ এপ্রিল) সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহাম্মদ ইউসুফ এর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার লাংলিয়াছড়া বালু মহাল এর তফসিল বহির্ভূত মৌজা ৪/২৫ইং থেকে অবৈধ ভাবে বালু উত্তোলণের অপরাধে বালু ব্যবসায়ী হাজী মো. মখন মিয়াকে ১লক্ষ টাকা এবং কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মো. আলম মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, বালুমহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক দুই মামলায় দেড় লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ইজারাদার কর্তৃক মুচলেকা নিয়ে অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

মতামত ব্যক্ত করুন।