ঢাকা//
সফররত চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক শুরু হয়।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বিএনপির প্রতিনিধিদলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
চীনের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইডিসিপিসির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-পরিচালক মিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্সের ঝাং গুইউ, ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং ও দুতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত মিসেস লিউ হংরু।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.