মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী শ্রীপুর পাথর কুয়ারী এলাকা হতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক পাথর শ্রমিক নিঁখোজ।
নিঁখোজ হওয়া ওই শ্রমিকের নাম জুয়েল আহমেদ দিলু (২৮)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত রুপচেং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টায় শ্রীপুর পাথর কুয়ারীর ভারতীয় সীমান্ত ঘেষা এলাকায় সে পাথর আনার উদ্দেশ্যে নৌকাযোগে যায়। এ সময় ১২৮০ নং পিলারের সন্নিকটে রুবেল নামে অপর এক শ্রমিকের সাথে পাথর ভর্তি নৌকা নিয়ে ফিরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়।
এ সময় রুবেল সাতার কেটে পাড়ে উঠে দিলুকে ডাক দিলে দুইবার ডাকে সাড়া দেয় দিলু। পরে তৃতীয় ডাকে আর কোন সাড়া দেয় নি। পরের দিন শনিবার সকালে রুবেল ১২৮০ নং সীমান্তবর্তী পিলারের নিকট দিলুর খোঁজে গিয়ে তার ব্যবহারকৃত বাটন মোবাইলটি পড়ে থাকতে দেখে।
শনিবার বিকেল পর্যন্ত দিলুর পরিবারের সদস্যরা তার কোন সন্ধ্যান পায় নি। এদিকে দিলু আত্মীয় স্বজন তার সন্ধানে শ্রীপুর কুয়ারী এলাকায় অবস্থান করছিলো।
এ বিষয় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র উপ-অধিনায়ক মেজর মো নুরুল হুদা জানান, শ্রমিক নিঁখোজের বিষয়টি স্হানীয় ভাবে বিজিবির নিকট এসেছে। নিঁখোজের বিষয়ে অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.