অনলাইন ডেস্ক //
প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন। আজ শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন পোপ ফ্রান্সিস। তিনি সব সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তাঁর ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি, যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন পোপ ফ্রান্সিস। তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে ভ্যাটিকানে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেছিলেন।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.