আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি //
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো মাটিবাহী গাড়ি নিয়ে সকালে বের হয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে আসছিলেন। গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বেড়ায় ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সন্তানের করুন মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মুসা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, মুসা প্রতিদিন সকালে তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশুকে গাড়িতে চড়াত। আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতো। মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে আসতো। আজও মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেল।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.