• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

admin
প্রকাশিত ২৬ এপ্রিল, শনিবার, ২০২৫ ২২:০৮:০৮
শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় এক পল্লী চিকিৎকের মৃত্যু হয়েছে। নিহত পল্লী চিকিৎসকের নাম দিনেশ চন্দ্র সরকার। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বড়হাটের বারইকোনা গ্রামের মৃত যোগেশ চন্দ্রে সরকারের ছেলে।

আজ শনিবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দিনেশ চন্দ্র সরকার গুরুতর আহত হন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ওই ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মওদুদ হাওলাদার।

মতামত ব্যক্ত করুন।