ক্রীড়া ডেস্ক //
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাগজে-কলমে বাংলাদেশ-ই এগিয়েছিল। তবে মাঠের খেলায় বাংলাদেশের এখন এতটাই দুর্দিন চলছে যে, সিলেট টেস্ট শুরুর পর অনেকটা যেন শান্ত বাহিনীকে হারিয়েছে জিম্বাবুয়ে। ৩ উইকেটের জয়ে সিরিজে এখন চালকের আসনে শন উলিয়ামসরা।
বাংলাদেশের জন্য এবার সিরিজ বাঁচানোর লড়াই। আত্মবিশ্বাসে মরচে ধরা এক দল নিয়ে সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে মাঠে নামবে বাংলাদেশ। সকাল ১০টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে? সেটা নিয়ে রয়েছে নানান আলোচনা। রোববার (২৭ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফিল সিমন্স একাদশ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে একজন বাড়তি স্পিনার খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন।
তিনি বলছিলেন, ‘হয় ৩ পেসারের সঙ্গে ২ স্পিনার নয়ত ৩ স্পিনারের সঙ্গে ২ পেসার (এরকম একাদশ) হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত পরে নিব আমরা।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.