কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি //
সিলেটের কোম্পানীগঞ্জে বড়ো ভাইয়ের কেচির আঘাতে প্রবাসী ছোট ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে।
নিহত প্রবাসী হলেন- ঐ গ্রামের মৃত হাজী আশিক মিয়ার ছেলে রুবেল আহমেদ (২৫)। তিনি গত আড়াই মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। মে মাসের ৪ তারিখ তার সৌদি আরব যাওয়ার কথা ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বড়ো ভাই জাকারিয়ার সঙ্গে মলমালিন্যতা ছিল। সোমবার সকালে সমাধানের লক্ষ্যে পারিবারিক দ্বন্দ্ব মেটাতে সালিশে বসেন স্থানীয়রা। একপর্যায় তার বড়ো ভাই কেচি দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সোমবার রাত আনূমানিক ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এবিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান'কে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.