
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণে অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী সাব-রেজিস্ট্রি অফিসে এ প্রশিক্ষণ কর্মশালায় দলিল রেজিস্ট্রি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রশিক্ষকরা। এসময় প্রশিক্ষকরা বলেন, জনগণের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে হবে। একজন মানুষ অনেক ক্ষেত্রে তার শেষ সম্বল দিয়ে জমি ক্রয় করে থাকেন। সেই দলিল সম্পাদনের কাজ করেন দলিল লেখকরা। ভুলভ্রান্তির উর্ধ্বে থেকে সঠিক এবং নির্ভুল দলিল লেখনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। একটা ভুল দলিল সম্পাদন এবং রেজিস্ট্রির মাধ্যমে একজন ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, লেখকদের সতর্ক থাকতে হবে। কর্মশালায় দলিল লেখকদের হাতে কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয।
শ্রীমঙ্গল উপজেলার সাব রেজিস্ট্রার শংকর কুমার ধর, মৌলভীবাজার জেলা সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সদর সাব-রেজিস্টার ইয়াসমিন শিকদার ও কমলগঞ্জ সাব-রেজিস্টার মো. ফয়সল হোসেন প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল দলিল লেখক সমিতির সভাপতি হাজী মো. ছায়েদ আলী, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান ও সনদপত্রধারী দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
মতামত ব্যক্ত করুন।