• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ২০২৫-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

admin
প্রকাশিত ১০ মে, শনিবার, ২০২৫ ২২:৫১:০৪
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ২০২৫-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা //


বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ১২১ সদস্যের। কমিটিতে সভাপতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

কমিটিতে পৃষ্ঠপোষক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

পুলিশে কর্মরত এএসপি পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ অ্যাসোসিয়েশনের সদস্য।

এর আগে ১ মে বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। এরপর আজ শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

মতামত ব্যক্ত করুন।