• ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নুরুল সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

admin
প্রকাশিত ১৪ মে, বুধবার, ২০২৫ ২৩:৫৬:০২
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নুরুল সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সিলেট প্রতিনিধি //


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ আরো তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন একই কমিটির যুগ্ম-সংগঠক।

বুধবার মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলটি করেনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার। মামলার অন্য তিন আসামি হলেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

মামলা উল্লেখ করা হয়, গত ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম খুন ও ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

বাদী পক্ষের আইনজীবি মো. ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মতামত ব্যক্ত করুন।