শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
পরিবেশের বিপর্যয় ঠেকাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একদল পরিবেশ সচেতন ও প্রকৃতিপ্রেমী বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করেছেন তারা।
শিক্ষক ও প্রকৃতিপ্রেমী তারিক হাসানের নেতৃত্বে শুক্রবার (১৫ মে) তিন দিনের বৃক্ষ রোপণ কর্মসূচির সমাপ্তি হয়েছে।
তারিক হাসান জানান, গত ৩দিনে সড়কের ধারে, শিক্ষা প্রতিষ্টান এবং খেলার মাঠে তারা বিভিন্ন প্রজাতির ২০টি বৃক্ষ রোপন করেছেন। চারাগুলো যেনো নিরাপদে বেড়ে উঠতে পারে সেজন্য রোপণ করার বাঁশের ঝাকি বানিয়ে নিরাপদ করা হয়েছে। এছাড়াও ২ বছর পর্যন্ত লাগানো গাছগুলোর খেয়াল রাখা এবং পরিচর্চা করা হবে।
তিনি বলেন, একদিনে ১০০টি গাছ লাগানো যায়। কিন্তু এর মধ্যে কয়টি গাছ টিকবে সেটা বলা মুশকিল। আমরা যে ব্যবস্থায় ২০টি গাছ রোপন করেছি তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া সবগুলো গাছ নিরাপদে বেড়ে উঠবে বলে আশা করছি। তিনি আরও বলেন, জলবায়ূর প্রভাব সারা পৃথিবীতে পড়ছে। আমাদের দেশেও প্রকৃতির নানান বিরোপ আচরণ লক্ষ করা যাচ্ছে, যা আগে ছিলনা। এ থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষ রোপণ খুবই জরুরী। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এবং নিজ উদ্যোগে অন্তত একটি করে বৃক্ষ রোপণ করার আহ্বান জানান।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.