
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে এসএসসি পরীক্ষার্থী ও পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলায় গুরুতর আহত হয়েছেন এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন।
গত বৃহস্পতিবার উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা বাড়িঘরের জিনিসপত্র ভাঙচুর ও আসবাবপত্র লুট করে বলে জানা যায়। হামলায় আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের বাসিন্দা মো: লুৎফুর’র স্ত্রী আছিয়া বেগম (৪৯), তার মেয়ে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী মনিরা আক্তার (১৬), হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাকেরা বেগম (১৪)। এ ঘটনায় শুক্রবার থানায় অভিযোগ দাখিল হয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি জানান, গত রাতে মারামারির অভিযোগ পেয়ে আমরা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত ব্যক্ত করুন।