আন্তর্জাতিক ডেস্ক //
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ নাগরিককে গ্রেফতার করেছে ভারত। স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সোমবার এনডিটিভি জানিয়েছে, কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে নয়জন ‘গুপ্তচর’কে গ্রেফতার করেছে।
পাঞ্জাবের পুলিশ মহাপরিচালক গৌরব যাদব সোমবার বলেছেন, পুলিশ ‘সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের সঙ্গে জড়িত’ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, পুলিশ ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ পেয়েছে, এই দুই ব্যক্তি গত ৬-৭ মে রাতে পাকিস্তানের ভূখণ্ডের গভীরে নয়াদিল্লির হামলার সঙ্গে সম্পর্কিত গোপন তথ্য বিনিময়ের সঙ্গে জড়িত ছিল।
যাদব আরো বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর পরিচালনকদের সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ করেছিল এবং ‘ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করেছিল।
হরিয়ানায়, পুলিশ গত সপ্তাহে একই অভিযোগে এক ভ্রমণ ব্লগারকে গ্রেফতার করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত নারী কমপক্ষে দুবার পাকিস্তান ভ্রমণ করেছিলেন এবং দেশটির দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
গ্রেফতারকৃত অন্যদের মধ্যে একজন ছাত্র, একজন নিরাপত্তারক্ষী এবং একজন ব্যবসায়ী রয়েছেন।
ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যম ১১ জনকে গ্রেফতারের খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, অভিযুক্তদের ‘সোশ্যাল মিডিয়া, আর্থিক প্রণোদনা, মিথ্যা প্রতিশ্রুতি, মেসেজিং অ্যাপ এবং পাকিস্তানে ব্যক্তিগত ভ্রমণের মাধ্যমে গুপ্তচর নেটওয়ার্কে প্রলুব্ধ করা হয়েছিল’।
১৯৯৯ সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে শেষ প্রকাশ্য সংঘাতের পর থেকে পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সহিংসতার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির পরে এদের গ্রেফতার করা হয়।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.