মৌলভীবাজার,স্টাফ রির্পোটার//
মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় পুলিশ লাইন্সের ভেতরে দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টার লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ২৭৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পুলিশ সুপার লিখিত পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন। তিনি সবাইকে প্রতারক চক্রের প্রলোভন থেকে দূরে থেকে মৌখিক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করার আহবান জানান।
তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র মেধা ও যোগ্যতা দিয়েই এই চাকরি পেতে হবে। যদি কোন ব্যক্তি, রাজনৈতিক নেতা বা পুলিশ সদস্য নিয়োগের জন্য টাকা দাবি করে তোমরা সাথে সাথে সরাসরি পুলিশ সুপারের মোবাইল নম্বরে কল দিয়ে অবহিত করবে।
উল্লেখ্য, আগামী ২৯ মে নিয়োগ প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
লিখিত পরীক্ষার কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.