স্টাফ রির্পোটার, সিলেট //
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়া হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঐক্য পরিষদ সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, পরিষদের জেলা সহ-সভাপতি ও খ্রিস্টান এসোসিনের প্রধান ডিকম নিঝুম সাংমা, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা সুব্রত দেব।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ধর্মেও মানুষের অধিকার সমুন্নত রাখতে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযোদ্ধ হয়েছিল। কিন্তু এখনো দেশের নানাপ্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। আমরা চাই এ নিপীড়ন বন্ধ হোক এবং সমমর্যাদা, সমঅধিকার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, জিডি রুনু, অরবিন্দু দাস গুপ্ত, দেবব্রত চৌধুরী লিটন, চিত্রশিল্পী ভানু লাল দাস, মানিক লাল দে, নির্মল সিনহা, অরুণ বিশ্বাস, সমর কুমার দাস, মনমোহন দেবনাথ, সঞ্জয় পাল, হিমেল তালুকদার, মিথিল পাল প্রান্ত প্রমুখ।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.