• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

admin
প্রকাশিত ২৪ মে, শনিবার, ২০২৫ ২৩:২৭:০২
রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

এম.মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বাসার রান্না ঘরের সিলিং এর সাথে ঝুলছিল অজগর সাপ। রান্নার কাজ করতে ঘরে প্রবেশ করেন ওই বাড়ির গৃহিনী। হঠাৎ তার চোখ পড়ে সিলিং এ ঝুলন্ত অজগরের দিকে। সাপ দেখে ভয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা ছোটে এসে দেখতে পান সিলিং এর সাথে পেছিয়ে রয়েছে একটি অজগর সাপ। সাপের মাথা ঝুলছিল নিচের দিকে।

শনিবার (২৪ মে) সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া চা বাগানের পিটার শামীম আহমেদ এর বাসায় এ ঘটনা।

বাগানের পিটার বাবু শামীম আহমেদ তার পরিচিত তুহিন নামের এক ব্যক্তিকে সাপের ঘটনা জানালে, তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সিলিং এর সাথে ঝুলে থাকা অজগর সাপটি উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, রান্না ঘরের সিলিং এ সাপটি দেখে বাসার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় সিলিং এর উপর থেকে উদ্ধার করে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

মতামত ব্যক্ত করুন।