স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //
মৌলভীবাজারে ৩দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগানে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে ৩দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। এছাড়াও মেলা উপলক্ষে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনসহ জেলা প্রশাসক কর্যালয়ের কর্মকর্তা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.