দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি //
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) ভোররাত ১টার দিকে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত যুবক শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, শনিবার ভোর রাতে শফিকুল ইসলামসহ ৬/৭ জনের একটি দল চোরাইপথে ভারত থেকে গরু আনতে যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চোরাকারবারিদের উপর গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তার সহযোগী চোরাকারবারিরা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.