মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। খেলায় শ্রীমঙ্গল ভাড়াউড়া চা-বাগান এফসি টিমকে ২-১ গোলে হারিয়ে চুনারুঘাট লালচান চা-বাগান টিম জয় লাভ করেছে।
শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় উপজেলার ভাড়াউড়া চা-বাগান মাঠে এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুনারুঘাটের লালচান চা-বাগান ও শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান এফসি।
হাজার-হাজার দর্শকদের উপস্থিতিতে চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে লালচান চা-বাগান ২-১ গোলের ব্যবধানে ভাড়াউড়া চা-বাগান এফসিকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির কনভেনার চিফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে অনুষ্টানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সখিনা সিএনজি ও এলপিজি অটো গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী মো. শের আলী হেলাল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মিলন দাশগুপ্ত, পিযুষ দত্ত, আলতাফ হোসেন মুর্শেদ, কাজী জায়েদ আহমদ মনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মৌলভীবাজার রেফারি সমিতির সভাপতি মাহমুদুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.