• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

admin
প্রকাশিত ১৩ জুলাই, রবিবার, ২০২৫ ১৯:৫৫:৪০
তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

সিলেট প্রতিনিধি //


সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে এক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সহযোগীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট তামাবিল সীমান্তে ১২৭৭নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। গতকাল শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা তারাইল ঈশ্বরদী গ্রামের হাজি ইরফান উদ্দিন মাতুব্বরের ছেলে মোখলেছুর রহমান সুমন (৪০) ও তার সহযোগী আবুল কালাম। সুমন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, গত ১০ জুলাই তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। শনিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ওই দুজনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন। ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে পালাতে তাকে সহযোগিতা করেন আটক হওয়া গোয়াইনঘাটের আবুল কালাম। তাদের মধ্যে এক লাখ টাকার চুক্তি হয়।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) এস এম কবির হোসেন বলেন, ভারতে পালাতে গিয়ে বিএসএফের হাতে আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। আটক মোখলেছুর রহমান সুমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় কয়েকটি মামলা রয়েছে। আইনি কার্যক্রম শেষে তাদের দুজনকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

মতামত জানান।