মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি টেস্টিং ও কোয়ালিটি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিটিআরআই-এর টি টেস্টিং রুমে টি টেস্টিং ও কোয়ালিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সকাল সাড়ে ১০ টায় বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে ৬ দিন ব্যাপী চা সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)।
বিটিআরআই-এর পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্পাহানি টি কোম্পানির জেরিন টি এস্টেটের ডিএজি মো. সেলিম রেজা এবং ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার (জিএম) শিবলী।
অনুষ্ঠানে সহযোগিতা করেন বিটিআরআই-এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ। টি টেস্টিং শেষে টি টেস্টাররা উপস্থাপিত চায়ের গুণগতমানকে সস্তোষজনক বলে মূল্যায়ন করেন।
প্রসঙ্গত, এই চা আস্বাদনী অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৫টি চা-বাগান অংশগ্রহণ করে, যা দেশের চা শিল্পের মানোন্নয়নে এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.