
মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লক্ষ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে পানি খাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মহসিন অডিটোরিয়ামে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন- পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে নাগরিক সুবিধা ও পৌরসভার নানান সম্ভাবনার দিক তুলে ধরেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
বাজেট অধিবেশন সঞ্চালনা করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক।
বাজেট অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, ব্যবসায়ী নেতা শাহীন আহমেদ প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গলে স্যানিটেশনের দিক দিয়ে বেশিরভাগ জায়গা এখনো রেড জোনের মধ্যে আছে। আমরা সে জায়গা গুলোতে কাজ করতে চাচ্ছি। যেহেতু শ্রীমঙ্গল ট্যুরিস্ট অধুষ্যিত এলাকা তাই আমরা শহরের সৌন্দর্য বর্ধন, পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আরো বেশি কাজ করার কথা ভাবছি। তিনি বলেন, এবারের বাজেটে উন্নয়ন, সংস্থাপন ও পানি সরবরাহ খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।
মতামত জানান।