• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জিয়া পরিবারের বিরুদ্ধে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না: দুদু

admin
প্রকাশিত ১৭ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ০২:১১:২১
জিয়া পরিবারের বিরুদ্ধে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না: দুদু

ঢাকা //


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার ও কালিমা লেপন করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা ভুলে গেছে তার বাবার হাতেই এই দেশ গড়ে উঠেছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার, অপপ্রচারের প্রতিবাদ এবং দেশে সম্প্রতি ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। ড্যাবের বাংলাদেশ শিশু হাসপাতাল শাখা, মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা সমাবেশের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুইদিন পর ১১ জুলাই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে। এর পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে। একইভাবে ১১ জুলাই খুলনায় যুবদল নেতা মোল্লা মাহবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। রগ কারা কাটে- এ ব্যাপারে বাংলাদেশের মানুষ জানে। এসব ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের এই সমাবেশ। চিকিৎসকরা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ করেছেন। এটি প্রমাণ করে এখনো বিবেক জাগ্রত আছে।

ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. এবিএম ছফিউল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল কবির লাবু, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু, এনএনএম শাখার সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন উর রশীদ খান রাকিব, ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বজলুল গণি ভূঁইয়া ও অধ্যাপক শরিফুল ইসলাম বাহার, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল শাখা ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. খায়রুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ডা. এহতেশামুল হক তুহিন, শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. এমএ কামাল, এনএনএম শাখার কোষাধ্যক্ষ ডা. মো. ওয়াসীম, ঢাকা মহানগর ড্যাবের সাবেক সদস্য সচিব ডা. সামিউল আলম সুহান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ডা. মো. জাভেদ হোসেন।

মতামত জানান।