ক্রীড়া প্রতিবেদক //
শ্রীলংকা সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও পরে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শ্রীলংকায় ঐতিহাসিক এই সিরিজ জয় জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, আমরা এই সিরিজ জয় শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।
এদিকে সিরিজ জয়ের পর পুরো দলের প্রশংসা করে লিটন যোগ করেন, এই সিরিজে আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। প্রত্যেকে তাদের দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি। তবে এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পেরেছি। আজ আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।
শ্রীলংকার মাঠে সিরিজ জয় প্রসঙ্গে লিটন বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও উন্নত করবে। আমাদের আরও বড় স্বপ্ন আছে এবং এই সিরিজ জয় সেই স্বপ্ন পূরণে আমাদের সাহায্য করবে।
মেহেদি হাসান মিরাজের পরিবর্তে আজ শেখ মেহেদিকে খেলানো প্রসঙ্গে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল এই উইকেট মেহেদির জন্য উপযুক্ত, তাই তাকে খেলানো হয়েছে। মিরাজও ভালো খেলোয়াড়। তবে এই উইকেটে মেহেদিকে আমার সেরা মনে হয়েছে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.