• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৮৬৪ স্থানে জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করা হবে: ফারুক-ই-আজম

admin
প্রকাশিত ১৭ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ০২:২৪:৩৯
৮৬৪ স্থানে জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করা হবে: ফারুক-ই-আজম

চট্টগ্রাম প্রতিনিধি //


চট্টগ্রামসহ সারা দেশে ৮৬৪ স্থানে জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতিক। বুধবার চট্টগ্রাম মহানগরীর বহদ্দার হাট মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের উদ্বোধীন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জুলাই শহীদদের স্মরণে তারা যেখানে শহীদ হয়েছেন, সে স্থানে এসব ফলক বসানো হবে। একইসঙ্গে তাদের হত্যার বিচার দ্রুত করা হবে। এ জন্য সরকার তথ্য-প্রমাণ সংগ্রহের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। ক্যাঙ্গারু কোর্ট নয়; সময় নিয়ে স্বচ্ছতার সঙ্গে এই বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। গত বছরের জুলাই-আগস্টেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে চট্টগ্রামে ১৫ জন শহীদ হয়েছেন।

এর মধ্যে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে প্রাণ হারিয়েছেন ওয়াসিম, শান্ত, ফারুক, তানভীর, সাইমনসহ ৮ জন। তাদেরই স্মরণে গতকাল বহদ্দারহাট মোড়ে স্ট্রিট মোমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম।

এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন প্রমুখ।

স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণের পর উপদেষ্টা নগরীর পাঁচলাইশে জুলাই শহীদদের স্মরণে নির্মাণাধীণ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। এসময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মতামত জানান।