• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

admin
প্রকাশিত ২১ জুলাই, সোমবার, ২০২৫ ০২:৫২:৩১
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক নার্সারী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নার্সরী ব্যবসায়ী কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের ঈগল নার্সারির মালিক আশিকুর রহমান আশিক।

রোববার (২০ জুলাই) সকালে কমলগঞ্জের শমসেরনগর থেকে একটি পিকআপ গাড়িতে মাছ নিয়ে কুলাউড়ার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকায় পৌঁছালে পিকআপ গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস টিম আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

মতামত জানান।