
স্টাফ রির্পোটার //
সিলেট শহরের শাহজালাল উপশহরে যাত্রা শুরু করেছে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’। শনিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর উপশহর রোজভিউ কমপ্লেক্স মার্কেটের ২য় তলায় আবু তোরাব জামে মসজিদের ইমাম মাওলানা বেলাল আহমেদ এর মোনাজাতের মধ্য দিয়ে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছিল। অনেকে চাকরি না পেয়ে তাদের সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছিলেন। বিগত সময়ে চাকরি না পাওয়ার অন্যতম বড় কারন ছিল দেশের প্রতিটি সেক্টরে দলীয়করণের কারণে নিজেদের মতাদর্শের ও দলের মানুষ ছাড়া অন্য কাউকে চাকরি না দেয়া। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও জনশক্তি রপ্তানি করে বেকারত্ব দূরীকরণে আমরা কাজ করবো।
‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’ বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচজন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে পাঁচটি পরিবার ভালোভাবে চলতে পারবে। যে সৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে তা যেন বাস্তবায়িত হয়, সে প্রত্যাশা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন তখন জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। তাঁর আমলেই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরেছে। সামনের নির্বাচনে দেশের জনগণ নির্ভিঘ্নে তাদের ভোট প্রদান করলে এবং বিএনপি ক্ষমতায় এলে বিদেশে জনশক্তি রপ্তানি করে দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করবে। মুসলিম উম্মার সাথে বিএনপির সম্পর্ক বেশ ভালো। অতীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে এ সম্পর্ক গড়ে উঠেছিল। আগামীতে জননেতা তারেক রহমান মুসলিম উম্মাহর সাথে সুসম্পর্ক বজায় রেখে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আমরা আশাবাদী।
‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’ এর স্বত্তা¡ধিকারী আলিম উদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর বারী চৌধুরী খুর্শেদ, মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মহন, মহানগর বিএনপির সদস্য কাহের, ইমু, সুমন, সিলেট জেলা যুবদলের সহ-কৃষি বিষয় সম্পাদক আব্দুস সোবহান, সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক হাসমত আলী লিমন, কাওছারুজ্জামান কাওসার, শাহপরাণ থানা যুবদলের সদস্য মাসুম, হাসান, এমসি কলেজ ছাত্রদল নেতা আলী, শিপলু প্রমুখ।
মতামত জানান।