
ঢাকা //
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোকের দিনে এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে সরকার।
তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম সোমবার রাতে তাঁর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তাঁর সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের কাছ থেকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। ক্ষুদেবার্তা দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
এর আগে সোমবার রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন। তিনি বলেন, চলমান এইচএসসি পরীক্ষা যথাসময়ে হবে। মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সময়সূচি মোতাবেক মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা) পরীক্ষা এবং বিকেলের শিফটে ইতিহাস দ্বিতীয়পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্রের পরীক্ষা নেওয়ার কথা ছিল। এসব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মতামত জানান।